ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেয়ায় রাগান্বিত কন্ঠে নিষেধ করেন ইউএনও কাজী নাহিদ ইভা। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি ওই ইউএনওকে ফ্যাসিস্ট হাসিনার দোসর আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএস আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র মোঃ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মোঃ মনিরুল হক রাজনসহ শতশত বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা উচ্চ কন্ঠে রাগান্বিত হয়ে শ্লোগান দিতে নিষেধ করেন। এতে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।তারা তাৎক্ষণিক ইউএনওর ওই ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার দোসর ইউএনও কাজী নাহিদ ইভার প্রত্যাহারের দাবি জানান। ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএস মোঃ আবুল হাসিম সবুজ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ইতিপূর্বে ওই মাঠে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিলেও কোনো ইউএনও নিষেধ করেননি। কিন্তু ওই ইউএনও কাজী নাহিদ ইভা আজকে নিষেধ করে দৃষ্টতা দেখিয়েছেন।অবিলম্বে তার প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কোনো মন্তব্য করতে রাজি হননি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com