ছবি : সংগৃহীত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাত্র পৌনে চার বছরের দুঃশাসনই মানুষকে আতঙ্কিত করে তুলেছিল এবং এরই পরিণতিতে সংশ্লিষ্ট শক্তিকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে।
তিনি বলেন, “সেদিন কে হত্যা করেছিল—এই প্রশ্নের উত্তর জাতিকে খুঁজতে হবে না। যারা ১৯৭১ সালের রণাঙ্গনে বুক চিতিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন সেদিন ক্ষুব্ধ হয়ে উঠেছিল—এর দায় আওয়ামী লীগকেই নিতে হবে।”
৭২ সালের ১০ জানুয়ারি থেকে ৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত সময়কে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের সময়কাল হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ওই শাসনামলের পরিণতি দেশের মানুষ স্বচক্ষে দেখেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
তিনি বলেন, “কয়লা ধুলে যেমন ময়লা যায় না, বরং আরও কালো হয়—আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটাই ঘটেছে।”
আওয়ামী লীগ তিন দফায় ক্ষমতায় এসেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, প্রতিবার ক্ষমতায় এসে দলটি দেশকে ‘ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ’ উপহার দিয়েছে।
১৯৯৬ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ জনগণের কাছে অতীতের কর্মকাণ্ডের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছিল এবং নিজেদের পরিবর্তিত দাবি করেছিল। “হাতে তসবি, মাথায় ঘোমটা—এসব দেখে সাধারণ মানুষ ভেবেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। কিন্তু ক্ষমতায় বসেই তারা নিজেদের প্রকৃত রূপ প্রকাশ করে,” বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ওই বক্তব্যের পর প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ে এবং সে সময় দেশের বিভিন্ন স্থানে খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যেত।
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সেদিন প্রকাশ্য দিবালোকে পল্টন মোড়ে লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি দাবি করেন, ওই ঘটনার সময় নিহতদের নিথর দেহের ওপর উঠে নাচানাচির ঘটনাও ঘটেছিল, যা মানবতাকে লজ্জিত করেছে।
তিনি বলেন, “এই ধরনের আচরণ মানুষ তো দূরের কথা, পশুও করে না।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com