ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জারিফ ফারহান (১৩) ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিমান দুর্ঘটনায় দগ্ধ হওয়া জারিফ ফারহান (১৩)। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, জারিফের শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. শাওন বলেন, “এ নিয়ে এই ঘটনায় শুধু বার্ন ইনস্টিটিউটেই মৃত্যু হয়েছে ১৬ জনের। বর্তমানে এখানে ভর্তি আছেন ৩৯ জন। তাদের মধ্যে ৪ জন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।”
নিহত জারিফ ফারহানের বাবা মো. হাবিবুর রহমান জানান, জারিফ রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। উত্তরা ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পরিবারসহ বসবাস করতেন তারা। দুই সন্তানর মধ্যে জারিফ ছিল ছোট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মোট ৫০ জন দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ৩৩ জন নিহত হয়েছেন।
আহতদের মধ্যে ৪০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ৮ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন করে ভর্তি রয়েছেন
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com