ইউরোপ বিদায়, শৈশবের ক্লাবে শেষ অধ্যায় শুরু ডি মারিয়ার
দীর্ঘ প্রায় দুই দশকের রঙিন ইউরোপীয় অধ্যায়ের অবসান ঘটালেন আর্জেন্টিনার জাদুকর অ্যাঞ্জেল ডি মারিয়া।
রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ জয়, প্যারিসের শাসন, আর লিসবনে শুরু করা সেই প্রথম স্বপ্ন – সবই এখন স্মৃতির অংশ।
৩৭ বছর বয়সে ইউরোপকে বিদায় জানিয়ে ডি মারিয়া ফিরছেন সেই ক্লাবে, যেখানে ফুটবলের সঙ্গে তাঁর প্রথম প্রেম— রোসারিও সেন্ট্রাল।
শৈশবের শহর, নিজের মানুষ, পরিচিত গন্ধ— ডি মারিয়ার ফুটবলজীবনের শেষ অধ্যায় শুরু হচ্ছে সেখানেই।
ইউরোপে ডি মারিয়ার প্রথম ক্লাব ছিল পর্তুগিজ জায়ান্ট বেনফিকা। সেখান থেকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসের মতো শীর্ষ ক্লাবে।
২০২৩ সালে তিনি আবার বেনফিকায় ফিরে যান এবং সেখান থেকেই ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারের ইতি টানছেন।
রোসারিও সেন্ট্রাল ক্লাবটি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে লিখেছে,
“আমাদের ইতিহাসে আরও অনেক কিছু লেখা বাকি আছে। বাড়িতে স্বাগতম।”
গত বছরই ডি মারিয়া ক্লাবটিতে যোগ দিতে চেয়েছিলেন, তবে রোসারিও এলাকায় মাদক চোরাচালান ও সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারকে ঝুঁকিতে ফেলতে চাননি।
এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।
ডি মারিয়া ইউরোপে জিতেছেন ৩০টি ট্রফি। জাতীয় দলের হয়ে জিতেছেন ৬টি শিরোপা, যার মধ্যে রয়েছে—দুইটি কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ, ২০০৮ সালের বেইজিং অলিম্পিক স্বর্ণপদক।
গত বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। এবার নিজ ঘরের ক্লাবেই ক্যারিয়ারের শেষ অধ্যায় রচনা করতে প্রস্তুত এই উইঙ্গার।
ক্লাবের হয়ে খেলার পাশাপাশি এবার হয়তো ভবিষ্যৎ আর্জেন্টাইন ফুটবলারদের জন্য আদর্শ হয়ে উঠবেন তিনি।
ইউরোপের আলো ঝলমলে স্টেডিয়াম ছেড়ে ডি মারিয়া ফিরছেন যেখানে হৃদয়ের টান সবচেয়ে গাঢ়। এটা শুধুই ফেরা নয়— এটা এক ভালোবাসার পূর্ণতা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com